ক্যাটরিনা কইফ ও দীপিকা পাড়ুকোন, দুজনেই বলিউডের প্রথম সারির অভিনেত্রী তবে জানেন কী, অনেক ব্লকবাস্টার হিট ছবির অফারই দীপিকা নয়, আগে পেয়েছিলেন ক্যাটরিনা ক্যাটরিনা সেই সমস্ত ছবির অফার বাতিল করে দিলে তা পৌঁছেছিল দীপিকার কাছে। জানেন কী, জনপ্রিয়তার শীর্ষে থাকা দীপিকার এই ছবিগুলিতে অভিনয় করার কথা ছিল ক্যাটরিনার? ক্যাট চিত্রনাট্য বাছার আগে বোধহয় কল্পনাও করেননি তাঁর হাতছাড়া হল এই ব্লকবাস্টার হিটগুলি এই ছবিগুলির তালিকায় সবার ওপরে রয়েছে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি গোলিওঁ কী রাসলীলা, রামলীলা ছবিটির অফারও প্রথমে পেয়েছিলেন ক্যাটরিনা, দীপিকা নন। চেন্নাই এক্সপ্রেস ছবিটির জন্যও পরিচালকের প্রথম পছন্দ ছিল ক্যাটরিনা, কিন্তু নায়িকা তা বাতিল করেন। বাজিরাও মস্তানি ছবিটি ক্যাটরিনা করুক, চেয়েছিলেন সলমন। কিন্তু মস্তানির চরিত্রে পরিচালকের পছন্দ ছিল না ক্যাটরিনাকে, তাই দীপিকার কাছে অফার যায়।