পারমিতা মুন্সীর নতুন ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় কাঞ্চনা মৈত্র পারমিতার নতুন ছবিতে থাকছেন ভাস্বর চট্টোপাধ্যায় ও অন্যান্যরাও। কমেডির মোড়কে এই ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে পাপিয়া রাওকে। পারমিতা মুন্সি পরিচালিত এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে, পেসিনা ইন্ডিকা ও মাটির মেলা ও শিবানী মুন্সী প্রযোজনা সংস্থা। ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে দেবলীনাকে। একজন নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। পরিচালকের দাবি, দেবলীনাকে এমন লাস্যময়ী ভূমিকায় আগে দেখা যায়নি কখনও। পারমিতা মুন্সির ছবির মুখ্যভূমিকায় চিরঞ্জিৎ চক্রবর্তী। কমেডির মোড়কে এক জীবনবোধের গল্প বলবে নতুন ছবি 'হেমামালিনী'। এই ছবিতে একজন হোমিওপ্যাথি চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন চিরঞ্জিৎ। নাম ধর্মেন্দ্র দত্ত। মধ্যবিত্ত ছাপোষা এই চিকিৎসকের হঠাৎ দেখা হয় হেমামালিনীর সঙ্গে। ধর্মেন্দ্র আর হেমামালিনীর দেখা হলে, কোন পথে এগোবে তাঁদের সম্পর্ক? কমেডি ছবির মোড়কে এক বার্তাবহ গল্প বলবে এই ছবি।