সম্প্রতি অভিনেত্রী রিয়া চক্রবর্তী সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করলেন তাঁর ফটোশ্যুটের ছবি। কালো পোশাকে প্রত্য়েকবারের মতই আবারও অনন্য় হয়ে উঠলেন 'জালেবি' নায়িকা। কালো প্য়ান্টের সঙ্গে কালো ট্রান্সলুসেন্ট টপে সেজে উঠলেন অভিনেত্রী। পোশাকের সঙ্গে ছিল যথাযথ মেকআপ ও হেয়ারস্টাইল। এমটিভির জনপ্রিয় শো 'রোডিজ সিজন ৯'-এ গ্যাং লিডারের ভূমিকায় দেখা যাবে রিয়াকে। এই শোয়ের হাত ধরেই দীর্ঘ চারবছর পর পর্দায় দেখতে পাওয়া যাবে রিয়াকে। রোডিজের এই সিরিজের নাম 'কর্ম কা কাণ্ড'। রিয়া বলছেন, রোডিজের অংশ হত পেরে আমার ভীষণ ভাল লাগছে। এই শোয়ে রিয়ার সঙ্গে দেখা যাবে সনু সুদকে। কেরিয়ারের শুরুর দিকে 'টিভিএস স্কুটি টিন ডিভা' প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন রিয়া চক্রবর্তী।