রুপোলি পর্দায় কর্মব্যস্ত শাহিদ কাপুরের ছোটভাই। ফাঁক তালে সোশ্যাল মিডিয়াতেও পোজ দেন চুটিয়ে। 'গেহরাইয়াঁ' নিয়ে যা-ই ফিডব্যাক থাকুক, জনপ্রিয়তা বেড়েছে সিদ্ধান্ত চতুর্বেদীরও। দুজন নায়কের সঙ্গে এবার জুটি বেঁধেছেন ক্যাটরিনা কাইফ। আসছে তাঁদের নতুন ছবি 'ফোন ভূত'। 'ফোন ভূত'-র প্রচারও শুরু হয়ে গিয়েছে এর মধ্যে। আগে শোনা গিয়েছিল, ৭ অক্টোবর মুক্তি পাবে 'ফোন ভূত'। কিন্তু নতুন ঘোষণা অনুযায়ী, মুক্তির তারিখ স্থির হয়েছে ৪ নভেম্বর। তার আগে তিন জন মিলে জমিয়ে ছবি দিলেন ইনস্টাগ্রামে। ক্যাটরিনার সঙ্গে ছবিতে দেখা গেল ঈশান খট্টর ও সিদ্ধান্ত চতুর্বেদীকে। সঙ্গে ক্যাপশন, 'মাই বয়েজ।' শুটিংয়ের সুবাদে দুই নায়কের সঙ্গেই ভাল সম্পর্ক ভিকি কৌশল-ঘরণীর। মাঝেমধ্যে ভাল সময় কাটাতেও দেখা যায় তাঁদের। তারই এক ঝলক দেখা গেল আবার।