নতুন ছবির প্রচারে হালকা মেজাজে দেখা গেল কিয়ারা আডবাণী ও কার্তিক আরিয়ানকে। চলতি বছর মে মাসের ২০ তারিখেই মুক্তি পাচ্ছে ‘ভুলভুলাইয়া -২’ প্রচারে সাদা, গোলাপি, কমলা, হলুদ রঙের মানানসই ড্রেস পরেছিলেন কিয়ারা। ছবির প্রচারে হামেশাই কার্তিককে দেখা যাচ্ছে বিভিন্ন রঙের হুডিতে। তাঁদের ভ্যানেও ভুলভুলাইয়া ২ ছবির পোস্টার লাগানো ছিল। গাড়ি থেকে নামতেই কিয়ারা ও কার্তিককে ঘিরে ধরেন অনুরাগীরা। পাপারাৎজিদের জন্য হাসিমুখে পোজও দেয় কিয়ারা ও কার্তিক ভুলভুলাইয়া ২-তে মনোবিদের ভূমিকায় দেখা যাবে কার্তিক আরিয়ানকে।