বাস্তু মতে আলমারির দরজার মুখ উত্তর দিকে হলে সমৃদ্ধি ফেরে। বাড়ির উত্তর বা পূর্বদিকে তুলসী গাছ রাখতে পারেন। এতে পরিবারে খুশি ও শান্তি বজায় থাকে। শোয়ার ঘরে আয়না না রাখাই ভাল, এতে দাম্পত্য কলহ হয়। ঘরে ভাঙা কাঁচ রাখবেন না, ভাঙা আয়নায় মুখ দেখা অশুভ। ঘরে কাঁটা জাতীয় গাছ রাখলে বাস্তু মতে পরিবারে রোগ- ব্যাধি লেগেই থাকে ঘরে বন্ধ ঘরি রাখা অশুভ লক্ষণ, আজই বদলে ফেলুন বাড়ির বাথরুমের দরজা খোলা রাখা উচিত নয়। বাস্তু মতে, ঘরে নেগেটিভ এনার্জি প্রবেশ করে শোয়ার ঘরে ঠাকুরের আসন না রাখাই ভাল ঘরে ঝুল মাকরসার জাল থাকলে বাস্তুমতে তাতে খারাপ প্রভাব পড়ে বাড়িতে। সবসময় ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। ঘরে শান্তি বজায় থাকবে