ঠকাচ্ছেন স্বামী, সাংবাদিকদের সামনে বিস্ফোরক অভিযোগ রাখী সবন্তের। বৃহস্পতিবার, জিম থেকে বেরোনোর সময় সাংবাদিকদের বলি-অভিনেত্রী বলেন, 'আমাকে ব্যবহার করেছে।' রাখীর আরও অভিযোগ, অন্য মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে স্বামী আদিল দুরানির। আইনি মতে ২০২২ সালের মে মাসে আদিলের সঙ্গে বিয়ে সেরেছিলেন রাখী। যদিও বিয়ের কথা চলতি বছরের গোড়ার দিকে প্রকাশ্যে আসে। তার পর থেকেই বিয়ে নিয়ে নানা সমস্যার কথা শোনা গিয়েছে বলিউডের একসময়ের ডাকসাইটে 'আইটেম ডান্সার'-র মুখে। বলেন, 'বিয়ে কোনও ছেলেখেলা নয়। আমার বিবাহিত জীবনে কেন কেউ হস্তক্ষেপ করবে?' এবার চাঞ্চল্যকর অভিযোগ। বলেন, 'ও একটা মিথ্যেবাদী। ধর্মগ্রন্থ ছুঁয়ে আমাকে বলেছিল, ওই মহিলাকে ব্লক করে দেবে। করেনি।' নিজের অভিযোগ, ক্ষোভ ও আক্ষেপ সাংবাদিকদের সামনে উগরে রাখী কিছু আর্জিও জানিয়েছেন বৃহস্পতিবার। রাখীর অনুনয়, 'দয়া করে আদিলের কোনও ইন্টারভিউ নেবেন না, ওঁকে তারকা বানাবেন না।'