সামনেই মুক্তি পাচ্ছে বরুণ ধবন, কিয়ারা আডবাণী অভিনীত 'যুগ যুগ জিও' আজ জুহুতে এসে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন বরুণ-কিয়ারা। হালকা ডেনিমের কোট পরেছিলেন বরুণ, চোখে সানগ্লাস। স্ট্রাইপ টি শার্ট আর নীল ডেনিমে বরুণের লুক সারা। হালকা রঙের চেক শার্ট-প্যান্ট পরেছিলেন কিয়ারা। পরিচালক রাজ মেহতার এই ছবি মুক্তি পাবে আগামী ২৪ জুন। সদ্য মুক্তি পাওয়া ‘যুগ যুগ জিয়ো’ ছবির দোপাট্টা গানটিতে দেখা গিয়েছে বরুণ ধবন ও কিয়ারা আডবাণীকে এই গান নিয়ে ট্রোলড-ও হতে হয়েছিল গোটা টিম জুগ জুগ জিও-কে। 'বিয়ের পর সব বদলে যায়'। এই লাইনের উপর নির্ভর করেই এগিয়েছে 'যুগ যুগ জিও' ছবির গল্প। প্রচারে কিয়ারার হালকা সাজ আলাদা করে মন কেড়েছে সবার