গরমে বাইরে বেরনো মানেই ঘেমে নেয়ে একসা মেকআপের তিলমাত্র থাকে না চেহারায় ফুটে ওঠে ক্লান্তি তারকারা কিন্তু দিব্যি থাকেন কৌশল লুকিয়ে মেকআপেই তাহলেই শিশিরের মতো উজ্জ্বল ত্বক হাতের মুঠোয় মুখ এক্সফোলিয়েট করুন হালকা হাতে ডেড সেল তুলুন ডেড সেলের নীচে চাপা পড়ে নিষ্প্রভ দেখায় ত্বক সানস্ক্রিন কিন্তু মাস্ট রোদ থেকে রক্ষা পেতে, তরতাজা থাকতে সানস্ক্রিন অনেক ক্ষণ রাখতে দু'বার করে মাখুন ফেস মিস্ট স্প্রে করুন ঝকঝকে লাগবে ত্বক জমকালো সাজগোজ নয় ন্যাচরাল মেকআপই ট্রেন্ড