আপনি যদি সঠিক উপায়ে এলআইসির পলিসি সারেন্ডার করতে চান, তাহলে জেনে নিন এই উপায়।
এলআইসি-র পলিসি নেওয়ার পরে অনেকেই এটি চালাতে পারেন না। সেই ক্ষেত্রে এটি ফেরত দেওয়ার কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে।
আপনি যদি LIC পলিসি সারেন্ডারের পরিবর্তে আপনার টাকা ফেরত চান, তাহলে আপনাকে এটি 3 বছরের জন্য রাখতে হবে।
ধরুন, আপনি 3 বছরের জন্য প্রিমিয়াম দেওয়ার পর পলিসি সারেন্ডার করলে প্রথম বছরের প্রিমিয়াম বাদে বাকি 2 বছরের জমা প্রিমিয়ামের 30% ফেরত পাবেন।
মূল পলিসি বন্ড ডকুমেন্টের সঙ্গে আপনাকে LIC পলিসি সারেন্ডার ফর্ম নং 5074 জমা দিতে হবে। এই ফর্মটি ডাউনলোড করা যাবে অফিশিয়াল ওয়েবসাইট থেকে।
আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সম্পূর্ণ বিবরণ দিতে হবে। যদি আপনি সারেন্ডার ফর্ম ব্যবহার না করেন, তাহলে LIC-র NEFT ফর্ম দিতে হবে।
সারেন্ডারের নথির মূল ফর্মের সঙ্গে আপনাকে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ডের মতো আইডির একটি ফটোকপি জুড়ে দিতে হবে।
এগুলি ছাড়াও, কেন আপনি LIC পলিসি সারেন্ডার করলেন তা হাতে লেখা চিঠিতে জানাতে হবে কর্তৃপক্ষকে।