জয়সলমীর থেকে দিল্লির সফর। নববধূর আগমন হল মলহোত্র পরিবারে বিয়ের পরে সিদ্ধার্থ মলহোত্রর বাড়িতে পা রাখলেন নববধূ কিয়ারা আডবাণী দিল্লিতে এসেই কিয়ারা নিজেকে মুড়ে নিলেন ভালবাসার রঙে। লাল। তার ছোঁয়া লাগল সিদ্ধার্থের পোশাকেও। এদিন লাল মখমলে সালোয়ার কামিজে সাজলেন কিয়ারা। খোলা চুলের মধ্যে ঝলমলে সিঁদুর। হালকা গয়নার সঙ্গে সোনালি জুতো পরেছিলেন কিয়ারা, হাতে চূড়া আর হাতে পায়ে মেহেন্দি লালের ওপর কাজ করা শেরওয়ানিতে সাজলেন সিদ্ধার্থ। সঙ্গে সাদা পাজামা আর গলায় সূক্ষ কাজ করা কাশ্মীরি শাল। পায়ে নাগরা হাতে হাত রেখে এদিন সংবাদমাধ্যমের সামনে আসেন নবদম্পতি। সাংবাদিকদের লাল বাক্সে বিতরণ করেন মিষ্টিও আজই সূর্যগড় প্যালেস ছেড়ে দিল্লিতে এলেন সিদ্ধার্থ কিয়ারা। সূত্রের খবর, আগামীকাল দিল্লিতেই থাকবেন 'শেরশাহ' জুটি ৯ ফেব্রুয়ারি দিল্লিতে বন্ধু ও পরিবারের জন্য একটি রিসেপশনের আয়োজন করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি মায়ানগরীর উদ্দেশে পাড়ি দেবেন নবদম্পতি ১২ তারিখ মুম্বইতে আরও একটি রিসেপশনের আয়োজন করা হয়েছে। সেখানে হাজির থাকবেন বলিউড ইন্ডাস্ট্রির সমস্ত তারকারা। আজ সকালেও জয়সলমীর বিমানবন্দরে ক্যামেরাবন্দি হয়েছিলেন সিদ্ধার্থ-কিয়ারা