আগামী ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'কিশমিশ'
পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের হাত ধরে ফের পর্দায় আসতে চলেছেন দেব-রুক্মিণী
ছবিতে দু-রকম লুকে দেখা যাবে রুক্মিণীকে
পরিচালক রাহুলের দাবি, এই ছবি ফিরিয়ে আনবে কলেজ জীবনের নস্ট্যালজিয়াকে।
আদ্যপান্ত প্রেমের এই ছবিতে দেব রুক্মিণীর প্রেম দেখানো হবে বিভিন্ন বয়সে।
দেবকে স্কুলের ছাত্র সাজিয়ে শ্যুটিং করেছিলেন রাহুল।
'কিশমিশ'-এর জন্য নতুন টি-শার্টের ছবিও শেয়ার করেছেন দেব।
ছবিতে ক্যামিও চরিত্রে হাজির থাকছেন যীশু, ঋতুপর্ণা, শ্রাবন্তী
ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে ছবির ট্রেলার।
গরমের ছুটিতে 'কিশমিশ'-এর মত মিষ্টি প্রেমের গল্প নিয়ে হাজির থাকছেন দেব-রুক্মিনী