Image Source: pixabay

আগে ভারতে খুব বেশি দেখা না গেলেও ইদানিং বেশ জনপ্রিয় এই ফলটি।

Image Source: pixabay

একাধিক উপকারিতার জন্যই এখন স্বাস্থ্যসচেতন ব্যক্তিদের পছন্দ কিউই।

Image Source: pixabay

মূলত ক্রান্তীয় অঞ্চলের এই ফলটি সবুজ রঙের শাঁসের এবং ছোট আকারের হয়ে থাকে।

Image Source: pixabay

ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিড্যান্টে ভরপুর কিউই ত্বক ভাল রাখে। বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা।

Image Source: pixabay

এই ফলে বিশেষ ধরনের এনজাইম মেলে, যা প্রোটিন বিশ্লেষন করতে পার। পাচনতন্ত্রের জন্য অত্যন্ত উপকারী।

Image Source: pixabay

কিউইতে সেরোটোনিন থাকে, যা ভাল ঘুম হতে সাহায্য করে।

Image Source: pixabay

কিউইতে ফলেট, ম্যাগনেশিয়াম রয়েছে। যা হাড়ের স্বাস্থ্য ভাল রাখে।

Image Source: pixabay

রয়েছে ভিটামিন ই এবং ভিটামিন কে। Bone Mass-তৈরির জন্য ভূমিকা রয়েছে এই ভিটামিনের।

Image Source: pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য বিশেষজ্ঞের কথা মেনে চলুন।