অভিনেত্রী মৌনী রায়ের নতুন ইনিংস। মায়ানগরীতে রেস্তোরাঁ খুললেন বঙ্গকন্যা ভারতীয় সুস্বাদু খানার টান, আকর্ষণীয় সাজসজ্জাই মৌনীর এই রেস্তোরাঁর মূল আকর্ষণ হতে চলেছে রেস্তোরাঁয় বিশেষ ডিশ হিসেবে থাকছে মৌনীর পছন্দের সব খাবার। কেরিয়ারের ভাল সময়ে রয়েছেন মৌনী। তাঁর শেষ ছবি 'ব্রহ্মাস্ত্র' বক্সঅফিসে সাফল্য পেয়েছিল। এবার শুরু তাঁর নতুন ইনিংস। ডায়েটে ভীষণ নজর দিতে হলেও, মৌনী আসলে বেশ খাদ্যরসিক। ব্যবসার মাধ্যম হিসেবে মৌনী বেছে নিয়েছেন রেস্তোরাঁকে। মুম্বইতে খোলা তাঁর এই নতুন রেস্তোরাঁর নাম 'বদমাশ' বাঘের ত্বকের মতো ডোরাকাটা রঙে সাজিয়ে তোলা হয়েছে এই রেস্তোরাঁ। সেইসঙ্গে রয়েছে ধূসর, সোনালী, বাদামি ও সবুজের সঠিক মিশেল ঝলমলে সাজের এই রেস্তোরাঁ একইসঙ্গে আকর্ষণীয় ও এনার্জটিকও বটে। মৌনীর হাতেই পথ চলা শুরু হল 'বদমাশ'-এর। সদ্য, কান চলচ্চিত্র উৎসবে সামিল হয়েছিলেন মৌনী। সেখানে নজর কেড়েছিল, চর্চায় এসেছিল মৌনীর ফ্যাশন, পোশাক