অগ্রহায়ণ মাস চলছে। এখন ভরপুর বিয়ের মরসুম। এখন থেকেই সোনা কিনতে তুঙ্গে থাকে ব্যস্ততা।



বিয়ের মরসুমে সোনার দোকানে কেনাকাটা বাড়ে। তাই নজর থাকে নিত্যদিনের সোনার দামে ওঠানামাতেও।



প্রতিদিন সোনা-রুপোর দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা। জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি



আজ, ৩০ নভেম্বর, কলকাতায় ২৪ ক্যারেটের সোনার দাম রয়েছে প্রতি গ্রাম ৬২৬১ টাকা।



এদিন ২২ ক্যারেটের সোনা কিনতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পড়বে ৬০৪৮ টাকা।



এদিন ২২ ক্যারেটের সোনা বেচতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পাওয়া যাবে ৫৬৯৮ টাকা।



এদিন ১৮ ক্যারেটের সোনার দাম প্রতি ১ গ্রামে ৪৯৮৩ টাকা



এদিন প্রতি ১ কেজি রূপা (৯৯৯)-এর দাম ৭৬২০০ টাকা



সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে



সেপ্টেম্বর মাস থেকে হিসেব করলে ক্রমশ বেড়ে চলেছে সোনার দাম। এখন ২৪ ক্যারেট সোনার ১ ভরি প্রায় ৬৩ হাজার টাকা ছুঁইছুঁই।