Image Source: Pexels, Pixabay

পাঁচ তারা রেস্তরাঁ থেকে গলির দোকান-সব জায়গায় মেলে মোমো।

Image Source: Pexels, Pixabay

সস্তায় পেট ভরাতে মোমোর চাহিদা আকাশছোঁয়া।

Image Source: Pexels, Pixabay

প্রতিদিন বা প্রায়শই মোমো খেলে শরীরে ক্ষতি হয় না তো? সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

Image Source: Pexels, Pixabay

মোমোর অন্যতম উপাদান ময়দার গ্লাইসেমিক ইনডেক্স অনেক বেশি।

Image Source: Pexels, Pixabay

ময়দা ওজন বাড়াতে পারে। অতিরিক্ত মোমোর কারণে ওজনও বৃদ্ধি হয়।

Image Source: Pexels, Pixabay

কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে ময়দা একেবারে বাদ দিতে বলেন বিশেষজ্ঞরা।

Image Source: Pexels, Pixabay

Mono-sodium glutamate (MSG) মোমোয় ব্যবহার হয়। প্রতিদিন এই পদার্থ শরীরে গেলে তা নানা ধরনের ক্ষতি করতে পারে।

Image Source: Pexels, Pixabay

অধিকাংশ রাস্তায় খাবার দোকানে স্বাস্থ্যকর পরিবেশ, স্বাস্থ্যকর উপাদান থাকে না।

Image Source: Pexels, Pixabay

এর ফলে সংক্রমণ, পেটের ক্ষতির ঝুঁকি থেকে যায়

Image Source: Pexels, Pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন