পর্দায় যিনি অভিনয়ের জোরে মন জয় করেছেন হাজার হাজার দর্শকদের, বাস্তবে কেমন পর্দার 'মিঠাইরানি'?



ছোটপর্দা ছাড়িয়ে এখন তিনি বড়পর্দার নায়িকা, তবে একটুও বদলায়নি তাঁর রোজনামচা!



মায়ের হাতের রান্না ভীষণ প্রিয় সৌমিতৃষার। শুধু তাই নয়, মা খাইয়ে দিলে তবেই শান্তি।



টিফিনবক্সে খাবার ভরে দিতেন মা, কিন্তু তাড়াতাড়ি শ্যুটিং শেষ হলে খাবার ফিরিয়ে নিয়ে চলে আসতেন সৌমিতৃষা।



বাড়ি এসে সেই খাবার খাইয়ে দেওয়ার আবদার করতেন মায়ের কাছে, এতটাই ঘরোয়া দেবের নায়িকা।



বাবা নিয়মিত ফলের রস করে দেন আদুরে মেয়ের জন্য, তবেই হবে তাঁর নিয়মমাফিক ফল খাওয়া।



ছুটি পেলে বাইরে ঘোরা নয়, বাবা-মায়ের সঙ্গেই সময় কাটাতে ভালবাসেন সৌমিতৃষা।



নাচ ভালবাসেন, তাই শ্যুটিংয়ের অবসর পেলেই সৌমিতৃষা অনুশীলন করেন নাচের।



কফি খাওয়া হোক বা সিনেমা দেখা.. সৌমিতৃষার প্রিয় সঙ্গী বাবা-মাই।



ক্রিসমাসের ছুটিতে মুক্তি পাচ্ছে সৌমিতৃষার প্রথম ছবি, 'প্রধান', বিপরীতে দেব।