ABP Ananda

মিষ্টি মুখ, প্রাণখোলা হাসি আর তন্বী চেহারা.. কেবল অভিনয়ে নয়, ছোটপর্দার রীতিমতো হার্টথ্রব সুন্দরী মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডু

ABP Ananda

অনেকেই মনে করেন, নিজেকে কড়া ডায়েটে রাখেন সৌমিতৃষা, করেন শরীরচর্চাও। কিন্তু সত্যিটা এক্কেবারে উল্টো।

ABP Ananda

ভীষণ খেতে ভালবাসেন 'মিঠাই' সৌমিতৃষা, বিশেষ করে মিষ্টি বা ভাজা খাবার।

ডায়েট তো মানেন ই না, এমনকি করেন না নিয়মিত শরীরচর্চাও।

তবে ওজন বাড়লে জিমে গিয়ে কড়া শরীরচর্চা করে ওজন ঝরিয়ে ফেলেন সৌমিতৃষা, তবে খাওয়ায় তার না নেই।

একবার সেটে লুচি ভাজা হওয়ায় নাকি ১৮টা লুচি খেয়ে ফেলেছিলেন সৌমিতৃষা।

তবে বাইরের নয়, মায়ের হাতের রান্নাই সবচেয়ে প্রিয় সৌমিতৃষার।

শ্যুটিংয়ে আসার সময় সৌমিতৃষাকে রোজ নিজের হাতে খাইয়ে দেন মা।

বছরের বিশেষ দিনগুলিতে অবশ্য মা-কে ছুটি দিয়ে বাইরে খাবার পরিকল্পনাই করেন 'মিঠাই'

সৌমিতৃষার দাবি, বয়স বাড়লেও, বাড়িতে এখনও ছোটদের মতোই আদরে রাখা হয় তাঁকে।