মুক্তির অপেক্ষায় 'কিসি কা ভাই কিসি কি জান'। সলমন খানের আগামী ছবির প্রচার চলছে জোর কদমে। সম্প্রতি কপিল শর্মা শোয়ের সেটে হাজির হন সকলে। কমলা ড্রেসে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হলেন পূজা হেগড়ে। কালো ড্রেসে নজর কাড়লেন শেহনাজ গিল। সলমনের সঙ্গে দেখা মিলল রাঘব জুয়াল, পলক তিওয়ারি, জসসি গিল, সিদ্ধার্থ নিগমের। এদিনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিনালি ভাটনগর, সুখবীর। ২১ এপ্রিল মুক্তি পেতে চলেছে সলমন খানের এই ছবি। গতকাল মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। প্রায় ৮ বছর পর এই ছবিতে ফের নেপথ্য কণ্ঠে শোনা যাবে সলমনের গান।