পর্দায় যিনি গুছিয়ে সংসার করেন, পাকা গৃহিণীর মতো সামলান সবকিছু..বাস্তবে কেমন সেই নায়িকা? লাইটস্-ক্যামেরা-অ্যাকশনের বাইরে, বাড়িতে কেমন করে জীবন কাটান তিনি? বাস্তবে নাকি নখ খাওয়ার বদভ্যাস রয়েছে সৌমিতৃষার, তাই করে রাখেন নেল এক্সটেনশন। বাড়িতে বাথরুমে গেলে দরজা খুলে রাখেন, নেভাতে ভুলে যান আলোও। সৌমিতৃষাকে রাগ করে মা ডাকেন 'ডাস্টবিন' বলে। বাড়িতে তাঁর ডাকনাম সোনাই, বাবাই আর সুনু। বাড়িতে নাকি মোটেই কাজ করতে ভালবাসেন না তিনি। পুরোটাই বাবা-মায়ের ওপর নির্ভরশীল। মায়ের হাতে খাবার খেতেই পছন্দ করেন সৌমিতৃষা।