প্রথম ধারাবাহিকেই নজর কেড়েছেন, জায়গা করে নিয়েছেন মুখ্যচরিত্রে। কে এই অভিকা মালাকার?



ধারাবাহিক 'তোমাদের রানি'-তে নামভূমিকায় অভিনয় করছেন অভিকা। এই ধারাবাহিকেই অভিনয় জগতে পা রাখেন তিনি।



ধারাবাহিকে অভিনয় করলেও, এখনও পড়াশোনা করছেন অভিকা। সেটে নিয়ে আসেন বই।



অভিনয়ের পাশাপাশি, নাচ করতেও ভালবাসেন অভিকা। রয়েছে প্রশিক্ষণও।



ভরতনাট্যম ও হিপ হপ শিখেছেন অভিকা। তবে আপাতত শ্যুটিংয়ের জন্য অনুশীলনে বিরতি দিয়েছেন।



বন্ধুরা নাকি অভিকাকে নিয়ে খুব গর্বিত। বলেন, তুই একেবারে নায়িকা হয়ে গিয়েছিস'



অনেক প্রেমপ্রস্তাব পেলেও, এখনই সম্পর্ক নিয়ে ভাবতে চান না অভিকা। ব্যস্ত থাকতে চান কাজে।



মন দিয়ে কাজ করলেও, টিআরপির চাপ সবসময়েই থাকে বলে মত অভিকার।



ধারাবাহিক তোমাদের রানিতে অর্কপ্রভর সঙ্গে জুটি হিসেবে কাজ করছেন তিনি।