তিনি নাকি বলিউডের 'বেস্ট ফ্রেন্ড'। রহান আওয়াতরামানি, ওরফে 'ওরি'



বলিউডের প্রায় সমস্ত পার্টিতেই তিনি আমন্ত্রিত থাকেন। তাবড় সেলেবদের সঙ্গে তাঁর ছবিও রয়েছে।



অথচ আসলে কী তাঁর পরিচয়? বলিউডের সঙ্গে তাঁর কীসের সম্পর্ক জানে না কেউ।



কী তাঁর পেশা তা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে।



সম্প্রতি কফ উইথ করণের ৮ তম সিজনে এসেছিলেন তিনি।



সেখানেই কর্ণ জোহর প্রশ্ন করেন কী করেন ওরি



তবে কোনও কিছু না ভেবেই স্মার্ট উত্তর দেন ওরি। বলেন,'আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি'।



যদিও ডিপ্লোম্যাটিক এই উত্তরে কিছুই স্পষ্ট হয়নি, ধোঁয়াশা জিইয়ে রেখেছেন ওরি। তবে উত্তরে বেজায় খুশি হয়েছেন কর্ণ।



উল্লেখ্য, শো-তে ২০১৩-র একটি ঘটনার কথা ভাগ করেছেন ওরি। জানান, বহু বছর আগে কাজলের সঙ্গে ছবি তুলতে চেয়েছিলেন। কিন্তু কাজল ছবি তুলতে প্রত্যাখ্যান করেন।



আর প্রায় ১০ বছর পর ছবিটা একেবারেই বদলে গিয়েছে। এখন তাবড় তারকাদের সঙ্গে ছবি তোলেন ওরি। সকলেই তাঁকে পছন্দও করেন।