দীর্ঘ চিকিৎসার পরে ৯ জানুয়ারি ২০২৪ সালে প্রয়াত হলেন উস্তাদ রাশিদ খান। ভুগছিলেন ক্যানসারে। কিন্তু যাঁকে গোটা পৃথিবীর চেনে উস্তাদ বলে, সেই রাশিদের ছিল অনেক অজানা গুণ, যার সম্পর্কে জানতেন না অনেকেই। তিনি দুর্দান্ত সঙ্গীতশিল্পী, এই নিয়ে তো দ্বিমত নেই বটেই। কিন্তু অনেকেই জানতেন না, রাশিদ দুর্দান্ত রাঁধুনিও। খেতে ও খাওয়াতে ভালবাসতেন বেশি ঘি দেওয়া বিরিয়ানি। নিজে হাতে বেছে দিতেন মাংসের ভাল পিস। রান্না করতে ভীষণ ভালবাসতেন রাশিদ। বাড়িতেই নিজের হাতে বানাতেন বিরিয়ানি আর শামি কাবাব। টাকাপয়সা নিয়ে হিসেব নিকেশ করতেন না রাশিদ। তাঁর কাছে আসল ছিল গান ও আবেগ। ভালবাসতেন বন্ধুদের সঙ্গে কাজ করতে। সঙ্গীতশিল্পী হয়েও আগ্রহ ছিল রাজনীতিতে। নিয়মিত বন্ধুদের সঙ্গে রাজনীতি নিয়ে চর্চাও করতেন রাশিদ খান সরল মনের, বন্ধুবৎসল মানুষ ছিলেন রাশিদ খান। হামেশাই বাড়িতে বসল আড্ডা ও গানের আসর। বন্ধুরা বাড়িতে এলে না খাইয়ে যেতে দিতেন না। অনেকেই তাঁর বাড়িতে আসতেন চড়া রেওয়াজ করতে। বাড়িতে নিয়মিত গানের ক্লাস নিতেন রাশিদ। শিখতে আসত অনেক ছাত্রছাত্রীই।