ঝক্কি নেই টাকা-পয়সা সঙ্গে রাখার। খুচরোর হিসেবেরও প্রয়োজন নেই। এক ক্লিকেই কাজ সম্পূর্ণ। ডিজিট্যাল পেমেন্ট।
করোনাকালের ধাক্কায় সাধারণ মানুষ অনেক বেশি সড়গড় হয়ে গিয়েছেন ক্যাশলেশ ডিজিট্যাল পেমেন্টের সঙ্গে।
একাধিক সুবিধা যেমন রয়েছে, তেমনই কিন্তু ডিজিট্যাল পেমেন্টের ক্ষেত্রে রয়েছে অনেক আশঙ্কাও।
সতর্ক না হলে সর্বস্বান্তও হয়ে যেতে পারেন কেউ কেউ। তবে আতঙ্কিত না হয়ে কিছু সতর্কতা মেনে চললেই মুশকিল আসান।
কিউ আর কোড ব্যবহারে সতর্ক থাকুন- কোনও প্রাইজ বা অর্থ পুরস্কার পাবেন এরকম মেসেজ পাঠিয়ে কিউ আর স্ক্যান কোড স্ক্যান করতে বললে এড়িয়ে চলুন।
ওটিপি চান ক্যাশলেশ টাকা দেওয়া-নেওয়ার ক্ষেত্রে হয়তো ওটিপি-র জন্য কিছুক্ষণ অপেক্ষা করাটা বিরক্তিকর হতে পারে, কিন্তু মনে রাখবেন ওটিপি ব্যবহারের মাধ্যমে টাকা লেনদেন অন্যতম সুরক্ষিত উপায়।
স্ক্রিন শেয়ারিং অ্যাপ ডাউনলোড এড়িয়ে চলুন সাইবার ক্রিমিনালরা বেশিরভাগ ক্ষেত্রে স্ক্রিন শেয়ারিং অ্যাপ ব্যবহার করে প্রতারণা করে থাকে।
অ্যাপের কাস্টমার কেয়ারের ব্যবহার ক্যাশলেশ লেনদেনের ক্ষেত্রে সমস্যায় পড়লে কাস্টমার কেয়ারের ব্যবহারের প্রয়োজন হতে পারে। সেরকম ক্ষেত্রে সবসময় নির্দিষ্ট অ্যাপে উল্লিখিত কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।
বায়োমেট্রিক অথেনটিকেশনের ব্যবহার একাধিক অ্যাপ চার বা ছয় নম্বরের পিনের বদলে বায়োমেট্রিক ব্যবহারে জোর দিচ্ছে।
খেয়াল রাখুন বার্তায় ফোন বা মেসেজে আসা বার্তার দিকে বিশেষ খেয়াল রাখুন। প্রতারকদের পাঠানো বার্তায় বাক্যগঠন হোক বা শব্দের ব্যবহার অনেকটা নির্দিষ্ট কোম্পানির মতো হলেও তাতে আখেরে কোনও অদল-বদল থাকে।