উত্তরোত্তর বাড়ছে তাপমাত্রা,

তাতেই বিপদ দেখছেন অনেকে

শুধু সামাজিক জীবনেই নয়,

দেশের অর্থনীতিতেও ধসের আশঙ্কা

বিশেষজ্ঞদের আশঙ্কা,

নুইয়ে পড়বে ভারতের অর্থনীতি

তীব্র দহনে পুড়ছে দেশ,

১২২ বছরের রেকর্ড পার

১৯০১ সালের পর থেকে,

এ বছরই উষ্ণতম মার্চ

দাবদাহের প্রভাব কৃষি, শিল্পে

বছরে নষ্ট ১০ হাজার ১০০ ঘণ্টা

এমন চললে আগামী দিনে

দুপুর কাজ বন্ধ রাখতে হতে পারে

প্রভাব পড়বে GDP-তেও,

২০৩০-এ ৩% GDP ডুবে যাবে!

দিনে ৫ হাজার ২৪২ কোটি টাকার ক্ষতি,

প্রতি ঘণ্টার হিসেবে ক্ষতি ২২ লক্ষ টাকার

কমবে ধান-ভুট্টার উৎপাদন,

নেমে আসতে পারে দুর্ভিক্ষ