বাচ্চার স্বাভাবিকের চেয়ে বেশি জল তেষ্টা পেতে পারে

চোখ মুখ লাল হয়ে যেতে পারে

শরীরে অস্বস্তি থেকে শিশু স্বাভাবিকের চেয়ে বেশি ঘামতে পারে

অথবা বেশি শীত লাগতে পারে

আপনার সন্তানের কানের ব্যথা হচ্ছে?

গলা খুসখুস ? জ্বর আসতে পারে

গলা ব্যথা, ফুসকুড়ি বের হচ্ছে কি ?

অ্যালার্জি থেকেও কিন্তু জ্বর আসতে পারে।

বাচ্চার প্রাইভেট পার্টে জ্বালা হচ্ছে ?

বাচ্চার মূত্রের পরিমাণ কম হলে দেখবেন জ্বর এসেছে কি না।

তাপমাত্রা 100.4°F (38.0°C) বা তার চেয়ে বেশি হলেই

জ্বরের ওষুধ দিতে হবে

তাপমাত্রা অতিরিক্ত বের হলে, জ্বর না নামলে

মাথা ধুইয়ে দেওয়া যেতে পারে

জ্বর এলেই ভারী পোশাক পরিয়ে দেবেন না।

সুতির পোশাক পরান। ঘরটি ঠাণ্ডা রাখুন।

শিশুকে অ্যাসপিরিন দেবেন না।

ইলেকট্রোলাইট তরল দিন।