সিঁড়ি তৈরি থেকে, মঞ্চের ওপরের কাজ। জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্টেজের পিছনদিকে, রয়েছে VVIP entry gate, যেখান দিয়ে ঢুকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ সূত্রে খবর, মঞ্চকে কেন্দ্র করে ৮টি জায়গার ছাদ থেকে হবে ভিডিওগ্রাফি। পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে কুইক রেসপন্স টিম। সিসি ক্যামেরা ও ড্রোনের মাধ্যেমে চলবে নজরদারি। কলকাতা পুলিশ সূত্রে খবর, বুধবার রাত ৩টে থেকেই কলকাতার রাস্তায় বন্ধ হয়ে যাবে পণ্যবাহী গাড়ি চলাচল। শুধু ধর্মতলা চত্বর ও আশপাশের নিরাপত্তার দায়িত্বে থাকছেন সাড়ে তিন হাজার পুলিশ কর্মী। নিরাপত্তার দায়িত্বে থাকছেন ডেপুটি কমিশনার পদমর্যাদার ৩০ জন অফিসার। ২১শের সভামঞ্চের পাশেই রাখা হচ্ছে ৫টি অ্যাম্বুল্যান্স, ৫৮টি QRT ভ্যান, ১২টি PCR ভ্যান এবং ১১টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড মিছিল চলাকালীন যাতে কোনও অশান্তি না হয়, সেদিকেও কড়া নজর রাখবে পুলিশ। ১১টি জায়গা দিয়ে মিছিলগুলি পৌঁছবে ধর্মতলায় সমাবেশ স্থলে। সে জন্য সড়ক পথের পাশাপাশি নজর রাখা হচ্ছে প্রত্যেকটি ফেরিঘাটে।