Image Source: pixabay.com

বর্ষাকাল পড়তেই মশার উপদ্রব যেন বেশিই শুরু হয়ে গিয়েছে, জানলা দরজা বন্ধ রেখেও রেহাই মিলছে না

Image Source: pixabay.com

বহু মানুষকেই বলতে শোনা যায় যে, অন্যান্যদের থেকে তাঁকেই বেশি মশা (Mosquito) কামড়ায়

Image Source: pixabay.com

কেউ এই কথা বিশ্বাস করেন, আবার কেউ করেন না, কিন্তু এই কথার কি কোনও বিজ্ঞানসম্মত যুক্তি রয়েছে?

Image Source: pixabay.com

এটা কি সম্ভব, কোনও মানুষকে বেশি মশা কামড়াবে আর কাউকে কম? কী বলছেন বিশেষজ্ঞরা?

Image Source: pixabay.com

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মশা বেশি কামড়ানো কিংবা কম কামড়ানোর মধ্যেও বিজ্ঞানসম্মত যুক্তি রয়েছে

Image Source: pixabay.com

এটা ঠিক যে, মশা কাউকে বেশি কামড়ায় আর কাউকে কম

Image Source: pixabay.com

তাঁদের মতে, এর মূল কারণ হল রক্তের গ্রুপ এবং পোশাকের রং, তাঁরা জানাচ্ছেন, মশা কোনও কোনও রক্তের ধরন বেশি পছন্দ করে

Image Source: pixabay.com

পাশাপাশি কোন রঙের পোশাক পরে রয়েছেন, তার উপরও অনেকটা নির্ভর করে মশা কামড়াবে কিনা বা বেশি কামড়াবে নাকি কম কামড়াবে

Image Source: pixabay.com

গবেষকদের মতে, কালো বা গাঢ় রঙের পোশাক পরে থাকা ব্যক্তিদের মশা বেশি কামড়ায়

Image Source: pixabay.com

এই সময়ে সাবধানে থাকা খুবই জরুরি, প্রয়োজনে পরামর্শ নিন বিশেষজ্ঞদের