প্রস্তুতি শুরু ৯৫ পল্লি যোধপুর পার্কের পুজো প্রস্তুতি পুজোর থিম অস্তিত্ব নয়া থিমে সেজে উঠছে এবারের প্যান্ডেল শিল্পী ভবতোষ সুতারের ভাবনা অন্যভাবে সেজে উঠছে এই মণ্ডপ মাটির উনুনের মাঝে প্রতিমা শিল্পীর নির্দেশেই চলছে সমস্ত কাজ দেবী এখানে শাকম্ভরী যিনি ঊর্বরা করেন ধরিত্রীকে দুর্গার রূপ নিয়ে থিম খাদ্য ও প্রাণধারণ করেন দেবী শাকম্ভরী এই ভাবনা থেকেই থিম মাটি, খড়, তুষ, শোলার মতো সাধারণ উপকরণ দিয়েই কাজ