সম্প্রতি শহরের বুকে হয়ে গেল 'কলকাতা চলন্তিকা' ছবির টিজার লঞ্চ। পাভেলের পরিচালনায় তৈরি ছবি মুক্তি পাচ্ছে অগাস্টে। সালটা ২০১৬। রোজকার ছন্দে ব্যস্ত শহর কলকাতা। হঠাৎ ছন্দপতন। ভেঙে পড়ল নির্মীয়মান পোস্তা উড়ালপুলের একাংশ। চারিদিকে আর্তনাদ, চিৎকার.. সেই দিনের ক্ষত আজও দগদগে শহর কলকাতার বুকে। টিভির পর্দায় যে ভয়াবহ দৃশ্য দেখে চমকে উঠেছিল তিলোত্তমা, ৬ বছর পেরিয়ে কেমন আছে সেই জায়গা, কেমন আছে কলকাতা? এখনও কি সে আগের মতোই 'চলন্তিকা'? এই বিষয়বস্তু নিয়েই তৈরি হয়েছে ছবিটি। অভিনয়ে ইশা সাহা, রজতাভ দত্ত, সৌরভ দাস, অপরাজিতা আঢ্য, অনির্বাণ চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, খরাজ মুখোপাধ্যায়, অনামিকা সাহা। তিন দিনের গল্প উঠে আসবে ছবিতে। বাবা ভূতনাথ এন্টারটেনমেন্টের ছাতার নীচে শতদ্রু চক্রবর্তী প্রযোজিত ‘কলকাতা চলন্তিকা’-র গল্প লিখেছেন পাভেল এবং অধ্যাপক স্বাতী বিশ্বাস। ছবিতে ইশার চরিত্রের নাম টুম্পা। তাঁর কথায়, 'পাভেলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ।' পরিচালক পাভেল বলছেন, 'এই ছবিতে গোটা শহর আছে। শহরকে নিয়েই ছবি, ছবির নামেই কলকাতা রয়েছে।' উল্টোরথের দিন কলকাতার রাস্তায় দেখা যায় টিম 'কলকাতা চলন্তিকা'কে। জগন্নাথ দেবের পুজো দিয়ে শুরু হয় ছবির প্রচার।