ব্যাগ, টিফিন বক্স থেকে ছাতা বা ব্যক্তিগত ব্যবহারের ওয়াকিং স্টিক নিয়ে ওঠা যায় কলকাতা মেট্রোয়।

সর্বোচ্চ ১০ কিলোগ্রাম ওজনের ব্যাগ নিয়ে সওয়ারিতে ছাড় রয়েছে, জানাচ্ছে কলকাতা মেট্রোর ওয়েবসাইট।

বড় ব্যাগ নিয়ে ওঠার ক্ষেত্রে কোনও নির্দিষ্ট নিয়ম নেই। পরিস্থিতি অনুযায়ী ছাড় দেন নিরাপত্তাকর্মীরা।

কলকাতা মেট্রোয় কোনও মৃত পশু বা পাখি নিয়ে ওঠা যায় না।

মৃতদেহ বহনের জন্যও মেট্রো ব্যবহারে রয়েছে নিষেধাজ্ঞা।

তেল, অ্যাসিড, কোনও রকম দাহ্য পদার্থ, বাজি বা বিস্ফোরক নিয়ে ওঠায় নিষেধ কলকাতা মেট্রোয়।

নিয়মভঙ্গ করলে সেক্ষেত্রে কড়া শাস্তি মুখে পড়তে হতে পারে বলেও সতর্ক করা হয়েছে মেট্রোর তরফে।

কলকাতা মেট্রোয় সফরের ক্ষেত্রে স্মার্ট কার্ড বা টিকিট (টোকেন) ছাড়া ভ্রমণের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে।

থুথু, পানের পিক, গুটখা খেয়ে তা মেট্রো এলাকার মধ্যে ফেললে হবে জরিমানা ।

সফরকালের সময় বর্জ্য পদার্থ নির্দিষ্ট জায়গা ছাড়া ফেললে বা মোবাইল ফোনে ছবি তুললেও জরিমানার নিদান।