দুর্গাপুজোর পর লক্ষ্মীপুজোর আগেও সুখবর শোনাল কলকাতা মেট্রো (Kolkata Metro)।

পুজোর দিন হলেও মেট্রো পরিষেবায় কোনও ব্যাঘাত ঘটবে না বলেই জানানো হয়েছে।

শনিবার লক্ষ্মীপুজোর (২৮ অক্টোবর ২০২৩) দিনে সারাদিনে ১৮৮ টি মেট্রো চলবে বলেই জানানো হয়েছে মেট্রোর তরফে।

অন্য দিনের মতোই দমদম ও কবি সুভাষ থেকে সকাল ৬ টা ৫০ মিনিটে ছাড়বে প্রথম মেট্রো।

দমদম থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দমদমের উদ্দেশ্যে যে মেট্রোগুলি ছাড়বে।

দমদম থেকে দক্ষিণেশ্বরের দিকে প্রথম টেনটি ছাড়বে ৬ টা ৫৫ মিনিটে।

আর দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের দিকে সকালের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭ টায়।

পাশাপাশি শনিবার দমদম থেকে কবি সুভাষের উদ্দেশ্যে ও কবি সুভাষ থেকে দমদমের দিকে শেষ ট্রেনগুলি ছাড়বে রাত ৯ টা ৪০ মিনিটে।

আর দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের দিকে শেষ ট্রেনটি ছাড়বে রাত ৯ টা ২৮ মিনিটে।

অন্যদিকে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের দিকে রাতের শেষে ট্রেন ছাড়বে।

Thanks for Reading. UP NEXT

শক্তি বাড়াচ্ছে হামুন? বাংলায় কী প্রভাব?

View next story