তিলোত্তমায় নারী-সুরক্ষায় জোর চালু হল হটলাইন স্মার্ট কিয়স্ক আলিপুর চিড়িয়াখানার উল্টোদিকে বসানো হয়েছে কোন মহিলা অশোভন আচরণের সম্মুখীন হলে যাতে দ্রুত সাহায্যের ব্যবস্থা করা যায় কিয়স্কে ঢুকে বোতামে ক্লিক করলেই খবর পৌঁছে যাবে লালবাজারের কন্ট্রোল রুমে পাশাপাশি খবর পৌঁছে যাবে স্থানীয় থানাতেও কিয়স্কে দুটি গেট রয়েছে বিশেষ কক্ষে রয়েছে একটি যন্ত্র ক্লিক বাটনে প্রেস করে কথা বললেই মহিলার অডিও ও ভিডিও পৌঁছে যাবে কিয়স্কে রয়েছে সিসি ক্যামেরাও