তাঁর সুরের সফর হঠাৎ থেমে গিয়েছিল এই কল্লোলিনী শহরের বুকেই, তিনি কেকে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ। আজ কেকে-র জন্মদিন, আসুন জেনে নেওয়া যাক জনপ্রিয় এই গায়ককে নিয়ে অজানা কিছু তথ্য। দিল্লির একটি মালোয়ালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কেকে। সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন না বাবা-মা কেউই। ১৯৯১ সালে, বিয়ের পরে দিল্লি থেকে মায়ানগরী মুম্বইতে চলে আসেন কেকে, সেখানেই শুরু হয় তাঁর সুর সফর। গানের জগতে পা রেখেই কিন্তু ছবিতে সুযোগ পাননি তিনি, প্রথমে বিজ্ঞাপনের 'জিঙ্গলস' বানাতেন কেকে। এ আর রহমানের আবহ গায়ক হিসেবে কাজের মধ্যে দিয়ে গানের জীবনে প্রবেশ কেকের। কেকের পড়াশোনার বিষয় ছিল বাণিজ্য, তবে কিছুদিন হসপিটালিটিতে কাজ করেছিলেন তিনি। কেবল হিন্দি বা মালয়ালি নয়, ১১টি ভাষায় সমান দক্ষতায় গান গেয়েছেন কেকে কেকে-কে নিয়ে সবচেয়ে অবাক করার মত তথ্য হল, তাঁর কোনও প্রথাগত শিক্ষা ছিল না সঙ্গীত নিয়ে সঙ্গীতের পাশাপাশি, ক্রিকেটও ভালবাসতেন সঙ্গীতশিল্পী কেকে।