আধার কার্ডে সমস্যা হলে রয়েছে এই কেন্দ্র। আধার সেবা কেন্দ্রের মাধ্যমে কার্ড আপডেট করতে পারেন আপনি। তবে যখন-তখন গেলেই পাবেন না পরিষেবা।

সেই কারণে আগে থেকেই নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট। অনলাইনে এই কয়েক ধাপেই বুক করতে পারবেন আপনার সময়।

আধার আজ আর কেবল ভোটের পরিচয়পত্র নয়। স্কুল-কলেজে ভর্তি, সম্পত্তি কেনা, গয়না কেনা-বেচা, ভ্রমণের সময় সবেই আইডি প্রুফ হিসেবে কাজে লাগে এই কার্ড।

আপনি আধার সেবা কেন্দ্রে নাম , ঠিকানা , মোবাইল নম্বর , ইমেইল আইডি, জন্ম তারিখ, জেন্ডার ও বায়োমেট্রিক আপডেট করতে পারবেন

আধার সেবা কেন্দ্রে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে প্রথমে আধারের অফিশিয়াল ওয়েবসাইট uidai.gov.in-এ ক্লিক করুন।

এরপর আমার আধার অপশনে ক্লিক করুন। পরে 'বুক এ অ্যাপয়েন্টমেন্ট'-এর অপশনে ক্লিক করুন।

এবার এখানে আধার আপডেট অপশনে ক্লিক করুন। এই পর্বে ক্যাপচা কোড লিখুন ও OTP দিন।

এবার এখানে OTP লিখে আধার যাচাই করুন। শেষে আপনার সব তথ্য ও ঠিকানা পূরণ করুন।

এবার এখানে আপনি আধার অ্যাপয়েন্টমেন্টের টাইম স্লট বুক করুন।

এই পুরো কাজ সম্পূর্ণ হলে আপনি আধার সেবা কেন্দ্রের সময় পেয়ে যাবেন।