ব্যাঙ্কের সমস্যায় হন্যে হয়ে ঘুরতে হবে না চারিদিকে। এবার আপনার পাঁচ কাজে করে দেবে দুই নম্বর।

এই টোল ফ্রি নম্বরে কল করলেই স্টেট ব্যাঙ্ক করবে সমস্যার সমাধান। জেনে নিন, এমন কী সুবিধা দিচ্ছে SBI।

কোটি কোটি SBI গ্রাহকদের জন্য রয়েছে সুখবর। আপনারও যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্যাকাউন্ট থাকে, তাহলে পাবেন এই নতুন সুবিধা।

ব্যাঙ্কিং সংক্রান্ত কোনও সমস্যা হলে এখন আপনি কয়েক মিনিটের মধ্যেই কাজ সেরে ফেলতে পারবেন।

গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে, এসবিআই কিছু নম্বর নিয়ে এসেছে। যার ভিত্তিতে আপনি ব্যাঙ্কিং সুবিধা পেতে পারেন।

আপনি ব্যাঙ্ক সম্পর্কিত যেকোনও ধরনের সমস্যার জন্য 1800 1234 বা 1800 2100 টোল ফ্রি নম্বরে যোগাযোগ করতে পারেন।

এখন আপনি 24x7 ব্যাঙ্কিং পরিষেবায় এই বিষয়গুলি জানতে পারবেন

অ্যাকাউন্ট ব্যালেন্স চেক ও শেষ 5টি লেনদেন ছাড়াও এটিএম কার্ড ব্লক করতে পারবেন এই নম্বরে ফোন করে।

ডিসপ্যাচের স্ট্যাটাস এমনকী চেকবুকের ডিসপ্যাচ স্ট্যাটাস এতে জানা যাবে।

এখানে টিডিএস-এর বিবরণ ও ডিপোজিট ইন্টারেস্ট সার্টিফিকেট ই-মেইলের মাধ্যমে পেয়ে যাবেন। সঙ্গে এটিএম কার্ড ব্লকের পাশাপাশি নতুন আবেদন করতে পারবেন।