ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন মধুমিতা সরকার। তাঁর চরিত্রের নাম মিঠি।
'চিনি'-র পর এটাই মধুমিতার দ্বিতীয় ছবি। এই ছবিতে বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধছেন মধুমিতা।
এই ছবির হাত ধরেই দীর্ঘদিন পর রুপোলি পর্দায় ফিরছেন ইন্দ্রাণী হালদার। ছবিতে বিক্রমের মা আর মধুমিতার শাশুড়ির ভূমিকায় অভিনয় করছেন তিনি।
ইন্দ্রাণী হালদারের বিপরীতে দেখা যাবে নীল মুখোপাধ্যায়কে।
ইন্দ্রাণী হালদারের চরিত্র একজন সাধারণ মধ্যবিত্ত গৃহবধূর। পরিবারের সবাইকে যথেষ্ট স্নেহ করলেও তাঁর পদবি পরিবর্তন না করার সিদ্ধান্ত মেনে নিতে পারেন না তিনি।
অন্যদিকে একই মত মিঠির শ্বশুরেরও। তাঁর চরিত্রের নাম প্রণোতোষ।
বিয়ের আগের পদবিই ব্যবহার করতে চায় মিঠি। তার সিদ্ধান্তে তাকে সমর্থন করে স্বামী প্রীতম।
বিক্রম-মধুমিতার নতুন জুটির রসায়ন নিয়ে উচ্ছ্বসিত অনুরাগীরাও।
আজ থেকে শুরু হচ্ছে ছবির শ্যুটিং। কলকাতা ও আশেপাশের অঞ্চলেই হবে শ্যুটিং।