মুক্তির অপেক্ষায় ডার্ক কমেডি ঘরানার ছবি 'কুত্তে'। শুরু হয়েছে প্রচার পর্ব। মঙ্গলবার পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হলেন ছবির দুই তারকা অভিনেতা অর্জুন কপূর ও তব্বু। নীল ও সোনালী ঝলমলে শাড়ি, খোলা চুলে নজর কাড়লেন অভিনেত্রী তব্বু। বাদামী ক্রিস্প স্যুটে দুর্দান্ত মানিয়েছিল অর্জুন কপূরকেও। দুজনেই পোজ দিলেন কুকুরছানার সঙ্গে। ১৩ জানুয়ারি ছবির মুক্তি। পরিচালনায় বিশাল ভরদ্বাজের ছেলে আসমান ভরদ্বাজ। ছবিতে অর্জুন, তব্বু ছাড়াও অভিনয় করেছেন নাসিরউদ্দিন শাহ, কঙ্কনা সেনশর্মা, রাধিকা মদন, কুমুদ মিশ্র। ছবির ট্রেলার লঞ্চও হয় বড় ইভেন্ট করে। বিশাল ভরদ্বাজের 'কমিনে' ছবির খানিক ছোঁয়া মিলতে পারে ট্রেলারে। বিশাল ভরদ্বাজ দ্বারা সহ রচিত এই ছবির প্রযোজকও তিনিই। ট্রেলারের শেষ ভাগে শাহিদ কপূরের 'কমিনে' ছবির সুর বাজতে শোনা যায়।