গ্ল্যমার দুনিয়ায় থেকেও কেচ্ছায় জড়াননি কখনও
এ বার নাকি মনের মানুষ খুঁজে পেলেন নায়িকা!
পাত্র আর কেউ নন, আলিয়া ভট্টের 'ডার্লিং'
অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে গোয়ায় তমন্না ভাটিয়া!
বর্ষবরণের রাতে নিভৃতযাপনে নাকি ব্যস্ত ছিলেন তাঁরা!
রেখেছিলেন ঠোঁটে ঠোঁটও, ভিডিও এনে দাবি অনুরাগীদের
দু'জনের কেউই অস্বীকার করেননি, আবার স্বীকারও করেননি
আগেও একসঙ্গে ক্য়ামেরার সামনে ধরা দেন তমন্না-বিজয়
নতুন বছরের শুরুতে তাঁদের সম্পর্ক নিয়ে জোর জল্পনা
গ্ল্যামার কুইন ও জাত শিল্পীর মনের মিলনে উৎসাহিত সকলে