বিদ্যা বালান জন্মগ্রহণ করেন মুম্বইয়ের এক তামিল ব্রাহ্মণ পরিবারে। বাড়িতে তামিল ও মালয়লম মিশ্রিত ভাষা বলে বড় হয়েছেন।
ছোট থেকেই শাবানা আজমি, শ্রীদেবী, মাধুরী দীক্ষিতের মতো অভিনেত্রীদের কাজ দেখে তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন।
অভিনয়ের পথচলা শুরু করেছিলেন ছোটপর্দা থেকে। 'হাম পাঁচ'-এ অভিনয় শুরু করেন মাত্র ১৬ বছর বয়সে।
স্নাতকোত্তর পড়ার সময় বিদ্যার কাছে মালয়লম ছবির অফার আসে। তবে সেই যাত্রায় সাফল্য আসেনি।
তামিল সিনে দুনিয়াতেও বিশেষ লাভ করতে পারেননি তিনি। একাধিক ছবিতে তাঁকে সরিয়ে দেওয়া হয়।
সিনেমায় বড় ব্রেক পাওয়ার আগে প্রায় ৬০টি বিজ্ঞাপনী ছবিতে কাজ করেছেন তিনি।
বাংলা ছবি 'ভাল থেকো'তে ডেবিউ করার পর বিদ্যা বালান 'পরিণীতা' ছবির জন্য অডিশন দেন পরিচালক প্রদীপ সরকারের সুপারিশে।
বিদ্যা বালান নিজেই স্বীকার করেন যে তিনি সত্যিই 'অন্য কেউ' হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছিলেন।
মালয়লম ছবিতে 'কামব্যাক' করার কথাও ভেবেছেন অভিনেত্রী। কিন্তু লাভ হয়নি।
বিদ্যা বালান তাঁর একাধিক সাক্ষাৎকারে বলেছেন তাঁর স্বপ্নের চরিত্র হচ্ছে 'চার্লি চ্যাপলিন'।
সমস্ত দেখুন
তারকাদের বর্ষবরণ
আবু ধাবিতে মৌনী রায়!
জন্মদিনে টুইঙ্কলের চমকদার তথ্য
চিনে নিন বরখাকে