ভারতরত্ন লতা মঙ্গেশকর

ছয় দশকে ২০ ভাষায় প্রায় ৩০ হাজার গান

চোখে জল-মুখে হাসি

ভারতীয় চলচ্চিত্রের নেপথ্য গায়িকা

ইন্দোরে জন্মগ্রহণ

লতা দীনানাথ মঙ্গেশকর ২৮ সেপ্টেম্বর ১৯২৯-এ জন্ম

পাঁচ বছরে গান শেখা শুরু

বাবা দীননাথ মঙ্গেশকরের কাছেই শিক্ষা শুরু

অভিনয় দিয়ে শুরু

পাঁচ বছর বয়সে প্রথম নাটকে অভিনয়ের সুযোগ

বাবার মৃত্যু

মাত্র ১৩ বছর বয়স তখন লতার

পাতলা কণ্ঠে সমস্যা

অনেক সঙ্গীত পরিচালক প্রথমে কাজ দেননি

নন-ফিল্মি গানেও জয়

সিনেমার বাইরেও নন-ফিল্মি গান গেয়েছেন

১৯৪৭ সালে প্রথম গান

বসন্ত জোগলেকার 'আপকি সেবা মে' ছবিতে গান গাইতে দেন

১৯৪৯ সালে 'বিগ ব্রেক'

'মহল' ছবির সুপারহিট 'আয়েগা আনেওয়ালা'