রক্তের স্রোত বলে ভ্রম হয় একনজর দেখলে

আসলে নদীর আকারে বয়ে যাচ্ছে লাভার স্রোত

অগ্ন্যুৎপাতের ফলে লাভার উদগীরণ হয়েছে আইসল্যান্ডে

তার পরই মাটি ফুঁড়ে বেরিয়ে আসে লাভার স্রোত

বরফের উপর দিয়ে বয়ে চলেছে রক্তবর্ণ স্রোত

অগ্ন্যুৎপাতপ্রবণ এলাকায় অবস্থান আইসল্যান্ডের

দুই পাতের সংযোগস্থলে অবস্থিত দেশটি

ওই দুই পাত ক্রমশ সরছে পরস্পরের থেকে

তাতেই মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে লাভা

আগামী দিনে ফের পুনরাবৃত্তি বলে পূর্বাভাস

কৃত্রিম উপগ্রহ থেকে তোলা হল ছবি