মা লক্ষ্মীর কৃপায় যে কারও জীবন বদলে যেতে পারে সেই সঙ্গে মায়ের আরাধনা করার সময় নিয়ম মানাও জরুরি দেবী লক্ষ্মীর পুজোয় ভোগের বিশেষ গুরুত্ব রয়েছে জেনে নিই মাতৃদেবীকে কী কী জিনিস নিবেদন করা উচিত মা লক্ষ্মী পান খুব পছন্দ করেন দেবী লক্ষ্মীকে পান নিবেদন করা শুভ বলে মনে করা হয় দেবী লক্ষ্মীকে নৈবেদ্য হিসাবে জল ভর্তি নারকেল নিবেদন করলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন, এমনতাই মানা হয় মাখানাকে খুবই পবিত্র মনে করা হয় দেবী লক্ষ্মীকে মাখান নিবেদন করলে তিনি খুশি হন বাতাসা নিবেদন করলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এছাড়াও ফল, মিষ্টি এবং শুকনো ফল নিবেদন করতে পারেন