২২ ডিসেম্বর মোক্ষদা একাদশী এদিন গীতা জয়ন্তীও পালিত হবে এই একাদশীতে ভগবান বিষ্ণুর বিরল মন্ত্রগুলি জপ করলে ধন ও মোক্ষ লাভ হয় ওম শ্রী লক্ষ্মীপতয়ে নমঃ এই মন্ত্রটি ১০৮ বার পাঠ করুন এটা বিশ্বাস করা হয় যে এটি দেবী লক্ষ্মী প্রাপ্তিতে সাহায্য করে আয়ের উৎস বৃদ্ধি পায়, টাকার অভাবও কমতে পারে শ্রী হরির এই বিরল মন্ত্রটি সমস্ত বাধা দূর করতে সক্ষম মোক্ষদা একাদশীতে এটি জপ করলে কাজের বাধা দূর হয় সন্তানের সুখ এবং দাম্পত্য জীবনে শান্তির জন্য এই প্রতিকার খুবই কার্যকর কথিত আছে, এর শক্তির কারণেই কাজ সিদ্ধ হয়