প্রতি বছর লক্ষ্মী প্রতিমাকে নিজের হাতে সাজিয়ে তোলেন অপরাজিতা আঢ্য। পুজোর কাজেও তিনি অগ্রণী। লাল পাড়, সাদা শাড়ি, আলপনাতেও লাল সাদা রঙ, সাবেকি ছবি শেয়ার করে অনুরাগীদের লক্ষ্মীপুজোর শুভেচ্ছা জানালেন ইশা সাহা বাড়িতেই লক্ষ্মী আরাধনায় ব্রতী অভিনেত্রী পায়েল সরকার। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সেই ছবি। বিয়ের আগেও নিজের বাড়িতে লক্ষ্মীপুজো করতেন প্রমিতা। আর গত বছর থেকে নিজের নতুন ফ্ল্যাটেই একা হাতে সমস্ত আয়োজন করে পুজো করেন তিনি ও রুদ্রজিৎ। শাড়ি নয়, বাড়িতেই সাদামাটা সাজে ধরা দিলেন মিমি চক্রবর্তী। প্রতি বছরের মতোই এই বছরেও বাড়িতে লক্ষ্মী আরাধনায় মগ্ন মিমি। পুজো নয়, লক্ষ্মীপুজোর দিনে নিজের এই লাল পোশাকে নজরকাড়া ছবিটি শেয়ার করেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সবাইকে জানিয়েছেন লক্ষ্মীপুজোর শুভেচ্ছা। নতুন বাড়িতে লক্ষ্মীপুজো করেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। প্রতি বছরের মতোই বাড়িতে পুজোর আয়োজন, বন্ধু-আত্মীয় সমাগমে ভরে থাকে লক্ষ্মীপুজোর দিনটা। অভিনেত্রী এনা সাহা বন্ধুবৎসল