সাধারণের মতোই এদিন লক্ষ্মীপুজোয় ব্যস্ত সেলিব্রিটিরা দেবলীনা কুমারের নাচের স্কুলে তাঁর সব ছাত্রীরা মিলে লক্ষ্মীপুজোর আয়োজনে ব্যস্ত। পুজোর ভোগেও রয়েছে বৈচিত্র। মায়ের আরাধনার পর সারারাত জাগার প্ল্যানও রয়েছে দেবলীনার। সুরজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে লক্ষ্মীপুজোর আয়োজন সকাল থেকে। আজ শুধু সুর বাঁধা নয়, পুজোর ভোগ রান্নার আয়োজনেও ব্যস্ত সুরজিৎ। গতকাল রাত থেকেই বেহালার বাড়িতে লক্ষ্মীপুজোর আয়োজনে ব্যস্ত অভিনেত্রী অপরাজিতা আঢ্য। নিজে হাতে পুজোর উপকরণ সাজানো থেকে শুরু করে ভোগ রান্না, সবেতেই রয়েছেন তিনি। সারা বছরের কাজের ব্যস্ততাকে দূরে সরিয়ে ধন দেবীর আরাধনাতেই মেতেছেন অরুণিমা ঘোষ অরুণিমা ঘোষও প্রতিবারের মতো নিজের বাড়িতে লক্ষ্মীপুজোর আয়োজনে হাত লাগিয়েছেন মায়ের সঙ্গে।