বাড়ির বাস্তুর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার।



প্রবেশদ্বার পরিবারের ভাল থাকাপ থাকার উপর নির্ভর করে।



প্রবেশদ্বার বা বারান্দা পূর্ব দিকে থাকলে ভাল হয়।



সূর্যের আলো প্রবেশ করলে পরিবারের কল্যাণ হয়।



প্রবেশদ্বারের পাশে জুতো ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না।



বাড়ির প্রবেশ দ্বারের রঙ বা বারান্দায় রঙ হালকা রাখুন।



প্রবেশদ্বারে কোনও হিংস্র জন্তুর মূর্তি বা যুদ্ধের ছবি রাখবেন না।



ইনডোর প্ল্যান্টস রাখতে পারেন, এতেও শুভ হবে।



বারান্দায় হালকা আলো ব্যবহার করতে পারেন।



বাড়ির বারান্দা ঢেকে রাখবেন না, খোলামেলা রাখুন।