শুধু মাত্র ফুলের গন্ধ, কখনই বাথরুমের দুর্গন্ধ দূর করে না।
পছন্দের ফুলের গন্ধ পেতেই হয়, তাহলে প্রয়োজন এসেনশিয়াল অয়েল।
পছন্দের ফুলের অ্যারোমা, দীর্ঘ সময় ধরে গন্ধ ধরে রাখবে।
বাথরুমের ভিতরে ঘুলঘুলির ব্যবস্থা খুবই জরুরী।
আপনি দুর্গন্ধ দূর করতে পাতিলেবুও ব্যবহার করতে পারেন।
বাথরুম টেবলেটেও অ্যারোমা মিশিয়ে রাখতে পারেন।
শীতকালে বাথরুমে রোদ ঢোকানোর ব্যবস্থা রাখুন।
জীবাণুনাশের ক্ষেত্রে রঙ ছাড়া ফিনাইল ব্যবহার করুন।
বাথরুমে ব্রাইট কালারের আলো লাগান।
আলো ঠিক থাকলে আপনার মন মেজাজও ঠিক থাকবে।