বর্তমানে বেসরকারি জীবন বিমা পলিসির ভিড়েও বেশিরভাগ লোকেরই পছন্দ LIC পলিসি।

LIC Bachat Plus পলিসি সুরক্ষার পাশাপাশি সঞ্চয় নিশ্চিত করে। এই পলিসিতে পলিসিধারক মারা গেলে তার পরিবার আর্থিক সাহায্য পায়।

এই পলিসির মাধ্যমে আপনি একবারে প্রিমিয়াম জমা করতে পারেন। চাইলে আপনি 5 বছরের সীমিত সময়ের জন্য প্রিমিয়াম দিতে পারেন।

এই স্কিমের মাধ্যমে আপনি বার্ষিক, অর্ধ -বার্ষিক, ত্রৈমাসিক বা মাসে মাসে প্রিমিয়াম দিতে পারেন।

এখানে সিঙ্গল প্রিমিয়াম অপশনে পলিসির 3 মাস শেষ হওয়ার পরে বা ফ্রি লুক পিরিয়ড শেষ হওয়ার পরে ঋণ নেওয়া যেতে পারে।

যেখানে সীমিত প্রিমিয়াম পেমেন্ট বিকল্পে, কমপক্ষে 2 বছরের জন্য প্রিমিয়াম পরিশোধ করার পর ঋণ পাওয়া যাবে।

এই পলিসিতে বিনিয়োগ করতে চাইলে অনলাইন বা অফলাইনে পেমেন্ট করতে পারেন। আপনি www.licindia.in থেকেও পলিসি করতে পারেন।

এই পলিসি করলে আয়কর ধারা 80C এর অধীনেও ছাড় পাবেন পলিসিহোল্ডার।

এই পলিসিতে ন্যূনতম বিমা পরিমাণ 1 লক্ষ টাকা, তবে কোনও সর্বোচ্চ সীমা নেই।

ভারতের বৃহত্তম বিমা কোম্পানি হওয়ার সুবাদে এই কোম্পানির উপর আস্থা রাখে দেশবাসী।