প্রতিবছর তেসরা মে পালিত হয় ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। ১৯৯৩ সালে ইউনাইটেড নেশনস জেনারেল অ্য়াসেম্বলি প্রথম এই দিনটি পালনের প্রসঙ্গ তোলে। খবর সম্প্রচার নিয়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরার বার্তা দেয় এই দিন। একইসঙ্গে কর্মরত অবস্থায় যে সাংবাদিকরা মারা গিয়েছেন, তাঁদের প্রতিও শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। বিভিন্ন বছর বিভিন্ন থিম ধরে পালন করা হয় এই দিনটি। এই বছর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডমের থিম Journalism Under Digital Siege ডিজিটাল মাধ্যমে নজরদারি এবং হামলার ফলে সাংবাদিকতার কী ক্ষতি হতে পারে তা তুলে ধরতেই এমন থিম। সাংবাদিকের তথ্য এবং হুইসল-ব্লোয়ারের নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি নিয়ে প্রশ্ন তুলেছে ইউএন। এই বছর দিনটি পালন করা হবে ইউনেস্কো এবং উরুগুয়ের তরফে। গতবছর এটি পালিত হয়েছিল নামিবিয়ায়।